দেশি পেটারি

ফুলের নাম - দেশি পেটারি। ইংরেজিতে Indian Abutilon বা Indian Mallow. আর বৈজ্ঞা‌নিক নাম : Abutilon indicum. এটা Malvaceae মালভেসি পরিবারের একটি গুল্ম যা উষ্ণমণ্ডলীয় এবং উপউষ্ণমণ্ডলীয় অঞ্চলের স্থানীয় উদ্ভিদ। এটিকে কেউ কেউ আলংকারিক উদ্ভিদ হিসেবে চাষ করলেও মুলত এই উদ্ভিদটি প্রায়শঃই ভেষজ উদ্ভিদ হিসেবে ব্যবহৃত হয় এবং কিছু উষ্ণমণ্ডলীয় দ্বীপে আগ্রাসী হিসেবে বিবেচিত।
 

দেশি পেটারি বহুবর্ষজীবী গুল্মজাতীয় গাছ। মাটির উর্বরতা ও পরিবেশের ভিন্নতায় এটির উচ্চতা ৭-৮ ফুট পর্যন্ত হতে পারে। তবে গড় উচ্চতা ৪ ফুটের মতো। পেটারির কাণ্ডের রং গাঢ় বাদামী। কাণ্ড ২-৩ ইঞ্চি মোটা হয় এবং কাণ্ড শক্ত ও ভঙ্গুর। কাণ্ডের একেবারে শুরু থেকে ডালপালা বের হয়। এজন্যে পেটারি গাছকে ঝোপালো মনে হয়। এর ফুল এবং ফল আকর্ষণীয়।

দেশি পেটারি দেশি পেটারি Reviewed by রেজওয়ান on 12:06 AM Rating: 5

No comments:

Powered by Blogger.