কৃষ্ণচূড়া আমাদের দেশের অতি পরিচিত ও জনপ্রিয় একটি ফুল। এই কৃষ্ণচূড়া আমরা
লাল রঙের দেখেই অভ্যস্ত। তবে কৃষ্ণচূড়া সাদা ও হলুদ রঙেরও হয়।
একদিন ফুলার রোড দিয়ে যাওয়ার সময় ব্রিটিশ কাউন্সিলের সামনে দৃষ্টি আটকে গেল। হলুদ কৃষ্ণচূড়া! সত্যি, হলুদ কৃষ্ণচূড়া! ব্রিটিশ কাউন্সিলের মূল ভবনের সামনে-পেছনে দুটি গাছ। কৃষ্ণচূড়ার এই হলুদ প্রজাতি বেশ দুষপ্রাপ্য।
এই মৌসুমে রাস্তায় বের হলে ঢাকাকে কৃষ্ণচূড়ার শহর বলা যেতে পারে। অত্যন্ত আকর্ষণীয় ও চমৎকার এই গাছের প্রচলিত ইংরেজি নাম ফ্লেম ট্রি। বৈজ্ঞানিক নাম Delonix regia। Favaceae পরিবারের সদস্য। আর হলুদ কৃষ্ণচূড়ার প্রজাতি হচ্ছে Delonex regia Var Flavida। প্রচলিত নাম Yellow Poinciana।
কৃষ্ণচূড়ার ফুল ফোটার আগে কলি দেখতে মোহরের মতো দেখায়, সে জন্য হিন্দিতে একে বলা হয় গুলমোহর। প্রয়াত মোহাম্মদ রফির একটি জনপ্রিয় বাংলা গান, ‘গুলমোহরের ফুল ঝরে যায়/ ডালে ডালে শাখায় শাখায়’।
চিরহরিৎ বক্ষ কৃষ্ণচূড়া লাল, হলুদের পাশাপাশি সাদা রঙেরও হয়। Delonix Elata প্রজাতির এই কৃষ্ণচূড়া সাদা হয়ে ফোটে আর বাসি হলে হলুদ রং ধারণ করে। (সূত্র: ফুলগুলো যেন কথা: দ্বিজেন শর্মা)।
কৃষ্ণচূড়ার ফুল ফোটার সময় বসন্তের শেষ ও গ্রীষ্মের শুরুতে। আদি বাড়ি মাদাগাস্কার।
ফারুখ আহমেদ |প্রথম আলো
একদিন ফুলার রোড দিয়ে যাওয়ার সময় ব্রিটিশ কাউন্সিলের সামনে দৃষ্টি আটকে গেল। হলুদ কৃষ্ণচূড়া! সত্যি, হলুদ কৃষ্ণচূড়া! ব্রিটিশ কাউন্সিলের মূল ভবনের সামনে-পেছনে দুটি গাছ। কৃষ্ণচূড়ার এই হলুদ প্রজাতি বেশ দুষপ্রাপ্য।
এই মৌসুমে রাস্তায় বের হলে ঢাকাকে কৃষ্ণচূড়ার শহর বলা যেতে পারে। অত্যন্ত আকর্ষণীয় ও চমৎকার এই গাছের প্রচলিত ইংরেজি নাম ফ্লেম ট্রি। বৈজ্ঞানিক নাম Delonix regia। Favaceae পরিবারের সদস্য। আর হলুদ কৃষ্ণচূড়ার প্রজাতি হচ্ছে Delonex regia Var Flavida। প্রচলিত নাম Yellow Poinciana।
কৃষ্ণচূড়ার ফুল ফোটার আগে কলি দেখতে মোহরের মতো দেখায়, সে জন্য হিন্দিতে একে বলা হয় গুলমোহর। প্রয়াত মোহাম্মদ রফির একটি জনপ্রিয় বাংলা গান, ‘গুলমোহরের ফুল ঝরে যায়/ ডালে ডালে শাখায় শাখায়’।
চিরহরিৎ বক্ষ কৃষ্ণচূড়া লাল, হলুদের পাশাপাশি সাদা রঙেরও হয়। Delonix Elata প্রজাতির এই কৃষ্ণচূড়া সাদা হয়ে ফোটে আর বাসি হলে হলুদ রং ধারণ করে। (সূত্র: ফুলগুলো যেন কথা: দ্বিজেন শর্মা)।
কৃষ্ণচূড়ার ফুল ফোটার সময় বসন্তের শেষ ও গ্রীষ্মের শুরুতে। আদি বাড়ি মাদাগাস্কার।
ফারুখ আহমেদ |প্রথম আলো
কৃষ্ণচূড়া
Reviewed by রেজওয়ান
on
7:53 AM
Rating:
No comments: