আপাং


পুষ্পমজ্ঞরী ৩০ সে.মি. পর্যন্ত হয়, বৃতি পাতলা ঝিল্লীর ন্যায়, উপবৃতিগুলো কাঁটার ন্যায়, দুই পাশে ডানাযুক্ত। ফুল গুলো ক্ষুদ্র ৩-৭মি.মি.।


কাঁটাযুক্ত কোঁকড়ানো ফুল, খাড়া অথবা শায়িত, বর্ষজীবী অথবা বহুবর্ষজীবী, কাষ্ঠল কান্ড, সাধারনতঃ ভেজা বা আর্দ্র মাটিতে এরা ভাল জন্মে। পাতা উপবৃত্তাকার।
উদ্ভিদটির বিভিন্ন অংশ বিভিন্ন প্রতিবিধানে ব্যবহৃত হয়।

বাংলা নাম: আপাং

অন্যান্য ভাষায় নাম:
• English: Prickly Chaff Flower, Chaff-flower, Crocus stuff, Crokars staff, Devil's horsewhip
• Hindi: चिरचिटा Chirchita, लटजीरा Latjira , Onga
• Manipuri: খুজুম্পেৰে Khujumpere
• Sanskrit: अपामार्ग Apamarga
বৈজ্ঞানিক নাম: Achyranthes aspera
গোত্র: Amaranthaceae
আপাং আপাং Reviewed by রেজওয়ান on 10:03 AM Rating: 5

2 comments:

  1. বিভিন্ন ভেষজ উদ্ভিদ সম্পর্কে জানার সৌভাগ্য পেলাম
    তাই আমার নিজের সাইটে back-link দিলাম
    many essential site

    ReplyDelete

Powered by Blogger.