মোরগফুল


দেখতে মোরগের ঝুটির মত তাই এর নাম মোরগফুল।

শতশত ক্ষুদ্র ফুল একসাথে ঘনভাবে সজ্জিত হয়ে মোরগের ঝুটির ন্যায় পুষ্পমজ্ঞরী তৈরী করে।


মোরগফুল বিভিন্ন আকৃতির এবং বিভিন্ন বর্ণের হয়ে থাকে, লাল, হলুদ, কমলা, সোনালী ও পিংক।
মোরগফুল উদ্ভিদটি বর্ষজীবী, পাতাগুলো অনেকটা ডিম্বাকৃতির।
বাগান ও বাড়ীর সৌন্দর্য বৃদ্ধির জন্য এটি লাগানো হয়।
বাংলা নাম: মোরগফুল
অন্যান্য ভাষায় নাম:
• English: Cockscomb
• Hindi: Lalmurga लाल मुर्ग़ा
• Manipuri: হাও লৈ Haolei
• Tamil: கோழிப்பூ Kozhi poo
বৈজ্ঞানিক নাম: Celosia argentea var. cristata
গোত্র: Amaranthaceae
----------------------------------
বৈজ্ঞানিক শ্রেণী বিভাগ:
Kingdom
               Plantae
Division
               Magnoliophyta
Class
               Magnoliopsida
Order
                Caryophyllales
Family
              Amaranthaceae
মোরগফুল মোরগফুল Reviewed by রেজওয়ান on 10:38 AM Rating: 5

No comments:

Powered by Blogger.