দোপাটি


পাতার কক্ষ থেকে একটি করে অথবা গুচ্ছাকারে ফুল ফোটে।



দোপাটি প্রাজাতি ভেদে অনেক রঙের হয়ে থাকে, যেমন: সাদা, পিংক, গোলাপী, লাল, ভায়োলেট্, দুই রঙের মিশ্রন ইত্যাদি। ইংরেজীতে একে বলা হয় ”টাচ-মি-নট” কারণ এর পরিপক্ক ফল ছুঁয়ে দিলেই ফেটে গিয়ে ছোট সরষে দানার মত বীজ গুলো বের হয়ে আসে।


দোপাটি বর্ষাকালীন ফুল। বর্ষার ভেজা মাটিতে এটি জন্মায়। উদ্ভিদটি লম্বায় ১৮ ইঞ্চি হয়। কান্ড রসপূর্ণ, নরম ও ভংগুর হয়।

পাতার কিনারা হালকা কাঁটা যুক্ত খাঁজ বিদ্যমান।
দোপাটি নিয়ে মো: রফির এই গানটা বহুল শ্রুত....” তোমার নীল দোপাটি চোখ, শ্বেত দোপাটি হাসি আর খোপাটিতে লাল দোপটি দেখতে ভালবাসি...."
বাংলা নাম: দোপাটি
অন্যান্য ভাষায় নাম:
Balsam, Garden balsam, Rose balsam, Spotted snapweed, Touch-me-not, Gul mehendi (Urdu)
বৈজ্ঞানিক নাম: Impatiens balsamina
গোত্র: Balsaminaceae
দোপাটি দোপাটি Reviewed by রেজওয়ান on 10:57 AM Rating: 5

No comments:

Powered by Blogger.