মসরোজ, পুর্তলিকা, টায়রা, জায়েন্ট ও রিং পুর্তলিকার মধ্যে পার্থক্য

সবচেয়ে কমন প্রশ্ন হচ্ছে, মসরোজ, পুর্তলিকা, টায়রা, জায়েন্ট আর রিং পুর্তলিকা কোনটা কোন জাত?

আমরা সবাই এদের নাম জানলেও নির্দিষ্ট করে চিনি না। আসুন নিচের ছবিতে তাদের সাথে পরিচিত হই

মসরোজ

এরা দেখতে অনেকটা গোলাপের মতন। এরা চিকন পাতা বিশিষ্ট।

মসরোজ
 

পুর্তলিকা_সিঙ্গেল

 
পুর্তলিকা_সিঙ্গেল

টায়রা

এদের গাছগুলো দেখতে মসরোজের মতন আর ফুলগুলো পুর্তলিকার মতন।
টায়রা

জায়েন্ট

এদের গাছগুলো মসরোজের মতন দেখতে হলেও গাছ আর পাতা মসরোজের চেয়ে বেশ বড় আর মোটা হয়। পুর্তলিকার মতন ফুল হলেও তুলনামূলক ভাবে ফুলগুলো হয় বেশ বড়।
জায়েন্ট 

রিং_পুর্তলিকা

গাছ আর ফুলের সাইডের পাপড়িগুলো পুর্তলিকার মতন হলেও ফুলের মাঝখানে অনেকটা মসরোজের মতন।
রিং_পুর্তলিকা

 
মসরোজ, পুর্তলিকা, টায়রা, জায়েন্ট ও রিং পুর্তলিকার মধ্যে পার্থক্য মসরোজ, পুর্তলিকা, টায়রা, জায়েন্ট ও রিং পুর্তলিকার মধ্যে পার্থক্য Reviewed by রেজওয়ান on 2:57 AM Rating: 5

No comments:

Powered by Blogger.