বরই

এই ফলটি টক-মিষ্টি স্বাদের এবং কিছুটা কষযুক্ত। বরই ছোট বড় যেমনই হউক এটি খাদ্যগুণে বেশ সমৃদ্ধ। স্কুলগেটে বরই এর আচার ছেলে-মেয়েদের একটি আকর্ষণীয় খাবার। ১০০ গ্রাম বরইয়ে আছে ১০৪ ক্যালরি, ২৩.৮ গ্রাম শর্করা, ১১ মিলিগ্রাম ক্যালসিয়াম। ভিটামিন সি ৫১ মিলিগ্রাম। বডকুল কৃষি প্রযুক্তির একটি উন্নত মানের বরই। এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
বরই বরই Reviewed by রেজওয়ান on 1:25 PM Rating: 5

No comments:

Powered by Blogger.