পিচার জায়ান্ট

জীববিজ্ঞানী স্টুয়ার্ট ম্যাকফেরসন মাংশাসী গাছের ছবি তুলতে গিয়ে এই দৈত্যটি আবিষ্কার করেন।
ফিলিপাইনের পালাওয়ান দ্বীপে সুলতানের চূড়া নামে পর্বত শিখরে তিনি এটি খুঁজে পান। এর পাতাগুলো ফাঁপা, পানি ভর্তি জগের মতো বলে এর নাম পিচার পস্নান্ট বা জগ গাছ।
জগের মধ্যে মিষ্টি পদার্থ দেখে পোকা-মাকড় আকৃষ্ট হয়ে এর মধ্যে পড়ে কিন্তু পাতার চারপাশ পিচ্ছিল বলে শিকার পাতা বেয়ে উঠতে পারে না।
পিচার জায়ান্ট পিচার জায়ান্ট Reviewed by রেজওয়ান on 12:24 PM Rating: 5

No comments:

Powered by Blogger.