মণিরাজ

বাংলায় মণিরাজ বলা হলেও এটির প্রকৃত নাম সাইকাস সাধারণত শুষ্ক মণ্ডলীয় এলাকার উদ্ভিদ এটি গাছ থেকে ফুল বের হতে সময় লাগে ১০ থেকে ১২ বছর তবে একটি গাছ একবার ফুল দিয়েই মারা যায় এ গাছের ফুলে ওষুধি গুণ রয়েছে। ফুলের রেণুতে রয়েছে তীব্র ঘ্রাণ
  
ছবি : জাহাঙ্গীর হোসেন
এটি একটি নগ্নবীজী উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম- Cycas circinalis। ফুলটি ফোটার পর প্রথমে সাদা রংয়ের থাকলেও দিনদিন এটি খয়েরি রং ধারণ করে। এভাবে ২ মাস থাকে ফুলটি।





মণিরাজ মণিরাজ Reviewed by রেজওয়ান on 7:16 PM Rating: 5

3 comments:

  1. সাইকাস মনি রাজ না। মনিরাজ সারচ দেন আমার লেখা পাবেন...

    ReplyDelete
  2. মোনিরাজ ফোল আমার লাগবে

    ReplyDelete
  3. মিরাজ গাছ কি সাপ ধরা কাজে সাহায্য করে?

    ReplyDelete

Powered by Blogger.