নয়নতারা


বাংলা নামঃ নয়নতারা
বৈজ্ঞানিক নামঃ Vinca rosea
পরিবারঃ Apocynaceae (dogbane, or oleander family)
ইংরেজী নামঃ Cape periwinkle, Madagascar periwinkle, periwinkle, sadabahar, sadaphuli, sadasuhagi, sadsuhagan


এটি একটি গুল্মজাতীয় গাছ। সারা বছরই ফুল ফোটে। সাধারনতঃ ৭০-৮০ সেমি উচ্চতা।পাতা ৫-৭ সেমি লম্বা।
এর ফুল সাধারনতঃ সাদা বেগুনী গোলাপী রঙের হয়।
গাছটিকে গরু বা ছাগল খায়না। বুনোজংলী এই গাছটি অনাদরে ও অবহেলায় বাঁচতে পারে। সারা বছরই এই ঘাছ থেকে ফুল পাওয়া যায়।
ভেজষ গাছ হিসাবে নয়নতারা বিশেষ পরিচিতি আছে। এই গাছের নিস্কাষিত রস হতে তৈরী ঔসধ আগে আফ্রিকাতে ডায়াবেটিকস রোগের চিকিৎসায় ব্যবহার হতো।এতে কিছু এলকালয়েড আছে যা বর্তমান যুগে ক্যান্সার রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়।

নয়নতারা নয়নতারা Reviewed by রেজওয়ান on 11:18 AM Rating: 5

No comments:

Powered by Blogger.