সন্ধ্যা মালতী


সন্ধ্যা মালতী দেখতে নলাকার ফুলগুলো, প্রায় ইঞ্চি খানেক চওড়া এবং লম্বায় প্রায় দুই ইঞ্চি। সন্ধ্যায় ফোটে এবং সকালেই কুঁকড়ে শুকিয়ে যায়।
ফুলগুলো একক অথবা গুচ্ছে গুচ্ছে ফোটে। সন্ধ্যামালতী লাল, মেজেন্টা, পিংক, হলুদ ও সাদা রঙের হয়ে থাকে। অনেক সময় একই উদ্ভিদে একাধিক বর্ণের ফুল ফুটতে দেখা যায়। সন্ধ্যামালতী গুল্ম জাতীয় বহু শাখান্বিত উদ্ভিদ, ২-৩ ফুট লম্বা এবং একই রকম চওড়া। সারা গ্রীষ্ম ও বর্ষাকাল জুড়ে ফুল ফুটতে দেখা যায়। বীজ ক্ষুদ্র, কালো রঙের।




বাংলা নাম: সন্ধ্যা মালতী
অন্যান্য ভাষায় নাম:
• English: Four O'clock, Beauty-of-the-night, Marvel of Peru
• Hindi: गुल अब्बास Gul abbas, Gulbakshi
• Manipuri: মুকাক লৈ Mukak lei
• Marathi: गुलबस Gulabas or गुलबास Gulabaas, सायंकाळें saayankaale
• Tamil: Pattarashu, அந்தி மந்தாரை Andhi Mandarai
• Malayalam: Anthimalari, Anti-mantaram, naalu mani poovu
• Telugu: Chandramalli
• Kannada: Gulamaji, Naalku ghante hoo
• Bengali: সংধ্যা মালতী Sandhya malati
• Oriya: Rangini
• Konkani: आकाशमुरी Akashmuri, Meremdi
• Sanskrit: Krishnakeli
বৈজ্ঞানিক নাম: Mirabilis jalapa
গোত্র: Nyctaginaceae

সন্ধ্যা মালতী সন্ধ্যা মালতী Reviewed by রেজওয়ান on 12:34 PM Rating: 5

No comments:

Powered by Blogger.