বিষকাটালী


বিষকাটালী পুষ্পমজ্ঞরী অনেকটা সিলিন্ডার আকৃতির, ৮-১৩ সে.মি. লম্বা। প্রজাতিভেদে ফুল গোলাপী-পিংক ও সাদা এই দুধরনের হয়। গোলাপী-পিংক ফুল বিশিষ্ট বিষকাটালী পশ্চিমা অনেক দেশে ফুলের বাগানে সযতনে চাষ করা হয়। বিষকাটালীর দেখা মেলে উন্মুক্ত, ভেজা জায়গায় বিশেষতঃ জলাভুমির কাছে। উদ্ভিদটি একবর্ষজীবি, শাখান্বিত, ৩০-১০০ সে.মি. উচ্চতা বিশিষ্ট। পাতাগুলো ডিম্বাকৃতির ১৫-২০ সে.মি. লম্বা ও ৫-১২ সে.মি. চ্ওড়া এবং নরম, সিল্কি, ধুসর বর্ণের রোমে আবৃত। বীজ ক্ষুদ্র, গোলাকার, কালো চকচকে, ৩মি.মি. ব্যাস যুক্ত। টিউবারকিউলোসিস নিরাময়ে বীজের ব্যবহার আছে।



বাংলা নাম: বিষকাটালী
অন্যান্য নাম: Oriental Pepper, Prince's feather,Tall Persicaria
• Hindi: मचोटी Machoti
• Bengali: Bishkatali
বৈজ্ঞানিক নাম: Polygonum orientale
গোত্র: Polygonaceae

বিষকাটালী বিষকাটালী Reviewed by রেজওয়ান on 2:36 AM Rating: 5

No comments:

Powered by Blogger.