লাল-বিছুটি


লাল-বিছুটি ৩-৩০ সে.মি. লম্বা মঞ্জরীতে ছোট ছোট সবুজ রঙের ফুল গুলি গুচ্ছে গুচ্ছে জন্মে।

নামেই বোঝা যায় গাছটি লাল রঙের। কান্ড, শাখা-প্রশাখা ও পাতার শিরা-উপশিরা সবই লালচে রঙের হয়ে থাকে। গাছটির সমস্ত অংশ বিশেষ করে পাতায় অতি ক্ষুদ্র রোমের মত কাটা থাকে যা শরীরে ফুটলে ভীষন চুলকায়। এজন্যই এর নাম বিছুটি। এর পাতা শরীরে ঘষা লাগলে সেখানে চুলকাতে চুলকাতে লাল হয়ে যায়।

ছোট ঝোপ আকারে জন্মে থাকে। ২০-৮০ সে.মি. লম্বা হয় উদ্ভিদটি। বাড়ীর আশেপাশের পতিত জমি, রাস্তার পাশে, বাগানে উদ্ভিদটি জম্মায়।

বাংলা নাম: বিছুটি
অন্যান্য ভাষায় এর নাম:
• English: Hen's Nettle, Hawai'i woodnettle, stinging nettle
• Hindi: बिछाता bichata, बिछुआ bichua
• Marathi: आग्या aagya
• Tamil: பெரும்காஞ்சொறி perunkanchori
• Malayalam: batti-schorigenam
• Kannada: ಕಾಡು ಚೂರುಚೂರುಕನ ಗಿಡ್ kaadu churuchurukana gida
• Konkani: खटकुटली khatkutli
• Sanskrit: वृश्र्चत् vrushrchat
বৈজ্ঞানিক নাম: Laportea interrupta
গোত্র: Urticaceae
লাল-বিছুটি লাল-বিছুটি Reviewed by রেজওয়ান on 11:58 AM Rating: 5

No comments:

Powered by Blogger.