ডেউয়া


ডেউয়া ফুল গুলো অতি ক্ষুদ্র, হলুদাভ, একসাথে জড়িয়ে একটি গোলাকৃতির হয়।



ফল অনেকটা অনিয়মিত গোলাকৃতির, ২-৫ ইঞ্চি চ্ওড়া হয়, পাকলে হলুদ রঙ ধারন করে।

প্রতিটি ফলের মধ্যে ২০-৩০টি বীজ থাকে। বীজের গায়ের মাংসল অংশটাই খাওয়া হয়। প্রতিটি ফল ২০০-৩৫০ গ্রাম হতে পারে।

খেতে মিষ্টি জাতীয় চুকা বা টক-মিষ্টি। অনেকে কাঁচা ফল দিয়ে আচার বানায়।

ডেউয়া গাছ ১০-১৫ মিটার লম্বা হয়। দেখতে অনেকটা কাঁঠাল গাছের মত।

বাংলা নাম: ডেউয়া, মাদার গাছ
অন্যান্য ভাষায় এর নাম:
• English: Lakoocha, Monkey Jack
• Hindi: लकूचा Lakoocha, लकूच Lakooch, लकूची Lakoochi, badahara, बढ़ल Barhal, Dahu, Dahua
• Manipuri: হৰীকোকথোঙ Harikokthong
• Marathi: बढहर Badhar, Kshudraphanas, phala
• Tamil: ilagusam, irappala, solaippakku, tinippalavu
• Malayalam: chimpa, lakucham, pulinjakka
• Kannada: esuluhuli, lakucha, otehuli, vatehuli
• Bengali: মাদার গাছ, ḍēuẏā, ḍēō, Dephal, Dahu
• Oriya: Lakoocha
• Urdu: Theitat
• Assamese: Bohot
• Sanskrit: ऐरावत Airawata, Amlaka, Dahu, Dridhavalkala, Granthimatphala
• Nepali: बढहर Badhar
বৈজ্ঞানিক নাম: Artocarpus lakoocha
গোত্র: Moraceae

ডেউয়া ডেউয়া Reviewed by রেজওয়ান on 2:50 AM Rating: 5

No comments:

Powered by Blogger.