রঙ্গন


লাল রঙের গুচ্ছে গুচ্ছে জম্মানো এই ফুলটি রঙ্গন। সারা বছরই ফুটে থাকে। লাল ছাড়াও রঙ্গনের আরও বিভিন্ন রঙের হয়ে থাকে।

রঙ্গনের গাছ দু’ধরনের একটি বড় যার উচ্চতা ১ মিটারেরও বেশী হয়ে থাকে, অন্যটি খাটো যার পাতা ছোট-ছোট এবং ঝোপ আকারে জন্মে থাকে।

রঙ্গন ফুল ফুলদানীতে পানি দিয়ে রেখে দিলে অনেকদিন তাজা থাকে। এর প্রায় ৪০০ প্রজাতি রয়েছে। শোভা বর্ধনকারী হিসেবে বাড়ীতে, পার্কে, বা রাস্তার পার্শ্বে লাগানো হয়ে থাকে।

বাংলা নাম: রঙ্গন।
অন্যান্য ভাষায় এর নাম: Ixora, Jungle geranium, Rugmini रुग्मिनी (Hindi), Vedchi (Tamil), Rangan (Bengali), Chethi (Malayalam)
বৈজ্ঞানিক নাম: Ixora coccinea
গোত্র: Rubiaceae
রঙ্গন রঙ্গন Reviewed by রেজওয়ান on 1:10 AM Rating: 5

No comments:

Powered by Blogger.