জহুরিচাঁপা মূলত জাভা দ্বীপপুঞ্জের গাছ। প্রায় ২ মিটার উঁচু চিরসবুজ ঝোপাল গাছ। পাতা ভল্লাকার, ৭ থেকে ১২ সেন্টিমিটার লম্বা, খসখসে। গ্রীষ্ম-বর্ষায় বেশি ফুল ফোটে, পাতার গোড়া থেকে একেকটি ফোটে সন্ধ্যার আগে আগে। হলদেটে-সাদা, সুগন্ধি, প্রায় ৩ সেন্টিমিটার চওড়া, সবুজ বত্তাংশে আংশিক ঢাকা থাকে। বাটিবৎ, পাপড়ি ৬ থেকে ৯টি। কলমে চাষ হয়।
জহুরিচাঁপা
Reviewed by রেজওয়ান
on
9:55 AM
Rating:
No comments: