নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত গাছ চেনা দায়। মে মাস শুরু হলেই মূল থেকে পাতা গজায়। একই সঙ্গে বের হয় ফুলের কলি। ফুলের পূর্ণতা আসে মের ৮-১০ তারিখের মধ্যে। বছরে একবারই ফোটে এটি। মে মাসে ফোটে বলে এর নাম মে ফুল।
ছবি : এমরান হাসান সোহেল
মে ফুল
Reviewed by রেজওয়ান
on
11:45 AM
Rating:
No comments: