করবী

করবী নানা রঙের হয়। লাল, গোলাপী, সাদা- তবে লাল ও সাদাই দেখা যায় বেশি। ছোট ছোট ফুলগুলি গুচ্ছবদ্ধ হয়ে ফোটে। করবী ফুলে বিশেষ কোন গন্ধ থাকে না। করবী গাছ আমাদের দেশের অনেক বাগানেই দেখতে পাওয়া যায়। ডালের মাথায় গুচ্ছাকারে ফুল। হালকা খুশবুও আছে। পূজায় করবীর রয়েছে বিশাল কদর।
করবীকে ইংরেজিতে Sweet-Scented Oleander, Indian Oleander বলা হয়। এর বৈজ্ঞানিক নাম Nerium indicum , এটি Apocynaceae পরিবারভুক্ত। Nerium শব্দটি এসেছে গ্রীক nerion বা Olender থেকে। Indicum শব্দের অর্থ of India। অর্থাৎ করবী আমাদের উপমহাদেশেরই ফুল। করবী গাছ মাঝারি ঝোপের আকারে হয়। এর পাতগুলি সরু ও বল্লমাকার।
করবী করবী Reviewed by রেজওয়ান on 9:41 AM Rating: 5

No comments:

Powered by Blogger.