সাদা মেঘের মতো গাছে ঢেউ খেলে খুশবু ছড়িয়ে কুরচির পাপড়ি ঝরে ঝরে পড়ছে। সুগন্ধি কুরচি গ্রীষ্মের ফুল। সিঙ্গেল টগরের মতো থোকায় থোকায় এ ফুল ফোটে। ফুল ফোটার সময় গাছ পাতাশূন্য হয়ে যায়। দিনে কুরচি চুপচাপ থাকলেও সন্ধ্যায় সে মিষ্টি গন্ধে জেগে ওঠে। পুরো তল্লাট মাতাল করে দেয়। শিকড় থেকে এর চারা হয়। কবিরাজি ওষুধে কুরচির ব্যবহার দীর্ঘদিন ধরে। ফুলটির আদি নিবাস ভারতে। ইংরেজী নাম bitterer Oleander।
কুরচি ফুল
Reviewed by রেজওয়ান
on
9:53 AM
Rating:
No comments: