ধারমারা ফুলের বৈজ্ঞানিক নাম Stereospermum colais (Syn. T. personatum)। গাছটির গোড়ার দিকের বেড় প্রায় ১২ ফুট। ধূসর কাণ্ড, কচি ডালপালা রোমশ, পরে মসৃণ। যৌগপত্রে তিন-চার জোড়া পত্রিকা, প্রায় মসৃণ। ডালের আগায় শাখাবিভক্ত মঞ্জরিতে ছোট ফুল, আড়াই থেকে তিন সেন্টিমিটার লম্বা, দল নলাকার, দেড় ইঞ্চি লম্বা, মলিন সাদা, তাতে লালচে দাগ, ঈষৎ সুগন্ধি, পর্যায়ক্রমে ফোটে। ইংরেজি নাম ইয়েলো স্নেক ট্রি।
ধারমারা
Reviewed by রেজওয়ান
on
9:33 AM
Rating:
![ধারমারা](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjpRUdqoWQuY-klJxy1If3Oa56kW_-XONnVQBiTRhM5GlhDmGScT4qqEuIMR7hdMr5Mj4YeOSZfdfaYcVkiXM6h66YZy_hjIe52_v5k_u4NUsRDmDkr3MNhXF3ikjVCBMRqN9o8LQY-zTr/s72-c/%25E0%25A6%25A7%25E0%25A6%25BE%25E0%25A6%25B0%25E0%25A6%25AE%25E0%25A6%25BE%25E0%25A6%25B0%25E0%25A6%25BE.jpg)
No comments: