তিন ফলের সমাহার ত্রিফলা। আমলকী-বিভীতকী-হরীতকী—তিন ফলের মধ্যে রয়েছে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। তিনটি ফলের আলাদা আলাদা উপকারিতা রয়েছে। কিন্তু যখন এই তিন ফলের গুণ একসঙ্গে পাওয়ার আশা করা হয়, তখন তা একত্র হয়ে বহুবিধ গুণে রূপান্তরিত হয়। প্রবাদ আছে, এই তিন ফল পানিতে ভিজিয়ে রেখে প্রতিদিন সকালে ওই পানি এককাপ পরিমাণ পান করলে মানুষের সব রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে এবং রোগ নিরাময় করে। আমলকী, বিভীতকী (বহেড়া), হরীতকী এই তিন ফল ভিজিয়ে প্রতি সকালে ওই পানি পান করলে সুস্থ দেহে দীর্ঘদিন বেঁচে থাকা যায়।
কান্তা রিমি রায়
সহযোগী অধ্যাপক, দিনাজপুর মেডিকেল কলেজ
bkbosebd@yahoo.co.in
কান্তা রিমি রায়
সহযোগী অধ্যাপক, দিনাজপুর মেডিকেল কলেজ
bkbosebd@yahoo.co.in
ত্রিফলা
Reviewed by রেজওয়ান
on
12:08 PM
Rating:
ত্রিফলা ১ সপ্তাহ ধরে খাচ্ছি।
ReplyDeleteস্যার আমার একটি ভেষজ উদ্ভিদ খুব দরকার, উদ্ভিদটির নাম জানি কিন্ত চিনিনা, নাম হলো “দন্তউৎপল” এর অন্য কোন নাম আছে কিনা তাও জানিনা, যদি ছবি সহ এর পরিচিতি জানতে পারতাম খুব উপকৃত হতাম।
ReplyDelete