অশোক গাছ আমাদের দেশের প্রায় সব জায়গায়ই দেখা যায়। এটি ভারত উপমহাদেশের গাছ। হিন্দুপুরাণ রামায়ণেও এই গাছের উল্লেখ আছে। এর পাতা ও ফুল সুন্দর বলে অনেক জায়গায়ই অশোক গাছ লাগানো হয়। পাতাগুলো বল্লমাকার দৈর্ঘ্যে প্রায় ১৫ সেন্টিমিটারের মতো। এই গাছের আর একটি বৈশিষ্ট্য হলো, এর বাকলগুলোর গা মসৃণ হয় না, তবে এই গাছের অনেক ভেষজ গুণ আছে। অশোক একটি মাঝারি আকারের গাছ। এর ফুলগুলো ছোট ছোট এবং গুচ্ছবদ্ধ হয়ে ফোটে। সুন্দর কমলা আর লাল রংয়ের হয়ে থাকে। ফুলগুলো ফোটে পলাশের মতো বসন্তকালে।
অশোক
Reviewed by রেজওয়ান
on
10:41 AM
Rating:
No comments: