বকুল

বকুল (Mimusops elengi)বাংলার একটি অতি পরিচিত ফুল। বাংলাদেশের প্রায় সব জায়গায় এর গাছ পাওয়া যায়। এটি মাঝারি আকারের গাছ এবং এর পাতা গুলি হয় ঢেউ খেলানো। ফুল গুলো খুব বড় হয় না ছোট বড় জোড় ১ সেঃ মিঃ কিন্তু তারা সংখ্যায় হয় অগুনিতক। ছোট ছোট তারার মতো ফুল গুলো যখন ফোটে তখন গাছের চেহারা হয় অন্যরকম। এবং মাটি যখন ঝড়ে পড়ে তার দৃশ্য নয়নাভিরাম। ছোট ছোট ছেলে মেয়ে বকুল ফুলের মালা গাঁথছে এটা গ্রাম বাংলার পরিচিত দৃশ্য।বকুল ছোট তারার মত হলুদাভ সাদা/ক্রীম রঙের মত এই ফুলটি বকুল। রাত্রে ফোটে এবং সারাদিন ধরে টুপটাপ ঝরতে থাকে। ভারি সুগন্ধী এই বকুল। শুকনো বকুল ফুলের সুগন্ধটা অনেকদিন থাকে তাই ফুলপ্রেমীরা এই ফুলের মালা অনেকদিন ঘরে রেখে দেয়। শীত কাল ছাড়া সারা বছরই ফুল ফো্টে ফুল ঝরে।সাধারনত বসন্ত কালে প্রস্ফুটিত হয়।

এর গন্ধ হয় মন উদাস করা। আবার অনেক বলে এর গন্ধ মিষ্টি মাদক গন্ধ। সৌভাগ্য বশত আমাদের কাউকে এর গন্ধকে পরিচয় করিয়ে দিতে হয় না। ফুল শুকিয়ে গেলেও এর গন্ধ অনেক দিন পর্যন্ত থাকে।



বাংলার কবিতা ও গানে বকুল ফুল বারবার এসেছে:
”তুমি যে গিয়েছ বকুল বিছানো পথে” – নজরুল

”ঝরকে ঝরকে ঝরিছে বকুল
আঁচল আকাশে হতেছে আকুল” – রবীন্দ্রনাথ।


বকুল গাছে ছোট ছোট কুলের মত ফল হয় ।ফল গুলো কাঁচা অবস্থায় সবুজ,পাঁকলে লাল বর্ণ ধারণ করে।পাখিরা বকুল ফল খেয়ে থাকে।অনেক সময় বাচ্চাদের ও বকুল ফল খেতে দেখা যায়।ফলের স্বাদ কষ যুক্ত হালকা মিষ্টি।


ভারি সুন্দর গাছ এই বকুল, ঘন সবুজ পাতায় ঠাসা, মাথাটা গোলগাল কিংবা লম্বাটে। বয়স্ক গাছ ৩০- ৪০ মিটার উচু হয়ে থাকে। কখনই পাতা ঝরিয়ে উদোম হয় না বলে আদর্শ ছাযাতরুও। শিক্ষাঙ্গন, মন্দির, রাস্তাপার্শ্ব, উদ্যান, বাড়ীতে বকুল গাছ লাগানো হয়।

বাংলা নাম: বকুল
অন্যান্য ভাষায় এর নাম:
• English: Spanish cherry
• Hindi: Maulsari मौलसरी
• Urdu: Kirakuli किराकुली
• Manipuri: বোকুল লৈ Bokul lei
• Tamil: மகிழம்பூ Magizhamboo
• Malayalam: Ilanni • Bengali: Bakul
• Marathi: Bakuli • Konkani: Omval
• Kannada: Ranjal
• Gujarati: Barsoli
বৈজ্ঞানিক নাম: Mimusops elengi
গোত্র: Sapotaceae


বকুল বকুল Reviewed by রেজওয়ান on 1:30 PM Rating: 5

2 comments:

Powered by Blogger.