ছাতিম অক্টোবর মাসে ছোট ছোট সবুজাভ থোকা থোকা সুগন্ধী ফুলে গাছটি ছেয়ে যায়।চির সবুজ এই বৃক্ষ বাংলাদেশের সব জায়গাতেই দেখা যায়। গাছটির স্পেসিস নাম ’স্কুলারিস’ কারণ এই গাছের কাঠ স্কুলের বাচ্চাদের লেখার স্লেট তৈরীতে ব্যবহৃত হয়। ইংরেজীতে গাছটির নাম ’ডেভিল ট্রি’ বা শয়তানের গাছ , এর কারণ আর কিছুই নয় মানুষের কল্পনা। দারুন সুন্দর দেখতে এই গাছটি লম্বা, ধুসর রুক্ষ বাকল। ছাতিমের ডাল ও পাতার বিন্যাসটা চমৎকার, একটা পয়েন্ট থেকে অনেকগুলো ডাল বা পাতার সৃষ্টি হয়।
পাতাগুলো কিছুটা গোলাকৃতির, চামড়ার মত পুরু, গাঢ় সবুজ, ডালের প্রতিটি পয়েন্ট থেকে ৪-৭টি পাতা বের হয়।
ফুল ফুটুক আর নাই ফুটুক গাছটির আকৃতি খুবই সুন্দর। ছাতিমের কাঠ খুবই নরম প্রকৃতির, এর কাঠ দিয়ে সাধারনত প্যাকিং বক্স, ব্লাকবোর্ড ইত্যাদি তৈরী করা হয়। এর বাকল রক্তআমাশয়ে ও জ্বরের চিকিৎসায় ব্যবহৃত হয়। পশ্চিমা দেশগুলোতে মানুষ এই গাছের নীচে বসতে বা এই গাছের নীচ দিয়ে যেতে অনিচ্ছুক কারন শয়তানে ভয়!
এর ফল গুলো দেখতে সুচালো সবুজ লম্বা লম্বা সরু কাঠির মত।
বাংলা নাম: ছাতিম
অন্যান্য নাম:
• English: Dita bark, Devil tree
• Hindi: शैतान का झाड Shaitan ka jhar , Chitvan चितवन
• Marathi: Satvin • Malayalam: Daivappala
• Tamil: ஏழிலை பிள்ளை Ezilai piLLai முகும்பலை mukumpalai
• Bengali: সাতিম (Chattim)
• Sanskrit: सप्तपर्ण Saptaparna
বৈজ্ঞানিক নাম: Alstonia scholaris
গোত্র: Apocynaceae
পাতাগুলো কিছুটা গোলাকৃতির, চামড়ার মত পুরু, গাঢ় সবুজ, ডালের প্রতিটি পয়েন্ট থেকে ৪-৭টি পাতা বের হয়।
ফুল ফুটুক আর নাই ফুটুক গাছটির আকৃতি খুবই সুন্দর। ছাতিমের কাঠ খুবই নরম প্রকৃতির, এর কাঠ দিয়ে সাধারনত প্যাকিং বক্স, ব্লাকবোর্ড ইত্যাদি তৈরী করা হয়। এর বাকল রক্তআমাশয়ে ও জ্বরের চিকিৎসায় ব্যবহৃত হয়। পশ্চিমা দেশগুলোতে মানুষ এই গাছের নীচে বসতে বা এই গাছের নীচ দিয়ে যেতে অনিচ্ছুক কারন শয়তানে ভয়!
এর ফল গুলো দেখতে সুচালো সবুজ লম্বা লম্বা সরু কাঠির মত।
বাংলা নাম: ছাতিম
অন্যান্য নাম:
• English: Dita bark, Devil tree
• Hindi: शैतान का झाड Shaitan ka jhar , Chitvan चितवन
• Marathi: Satvin • Malayalam: Daivappala
• Tamil: ஏழிலை பிள்ளை Ezilai piLLai முகும்பலை mukumpalai
• Bengali: সাতিম (Chattim)
• Sanskrit: सप्तपर्ण Saptaparna
বৈজ্ঞানিক নাম: Alstonia scholaris
গোত্র: Apocynaceae
ছাতিম
Reviewed by রেজওয়ান
on
9:25 AM
Rating:
No comments: