ভাটফুল দেশি বুনোফুল। ছোট আকৃতির গাছে তোড়ার মতো ভাটফুল ফুটে থাকে। ফুলের রং সাদা, পাঁচটি পাপড়ি, প্রতিটি ফুলের অন্তরে বেগুনি রঙের ঢেউ যেন ব্রাশ দিয়ে টেনে দেওয়া হয়েছে। তার মধ্যে সাদা বেশ দীর্ঘ কয়েকটি মঞ্জরি। রাতে ভাটফুল গন্ধ ছড়ায়। এ ফুলের চাষ করা হয় না। সে নিজে নিজেই নীরবে সৌন্দর্য বিলিয়ে যায়।
গুল্ম জাতীয় উদ্ভদি,সাধারণত আমাদের গ্রামাঞ্চলের পতিত জমি রাস্তার ধারে,জঙ্গলে অযন্ত অবহালেতেই এ ফুলের গাছটি অনায়াসেই যন্মে থাকে।এর সংস্কৃত নাম ‘ঘন্টাকর্ণ’ বাংলায় প্রচলিত নাম ভাইটা,ভাট,ঘেটু,ইত্যাদি নামে পরিচিত।
এই জঙ্গলী গুল্ম জাতীয় অবহেলিত গাছটি। গ্রামাঞ্চলের সাধারণ মানুষরা তাদের দৈনদিন জীবনের অনেক আর্য়বেদী ঔষধী কাজে ব্যবহার করে এর পাতা,ফল,ফুল,মূল ইত্যাদি।
![]() |
| by Shibu Bhattacharjee (Sick in bed) |
এই জঙ্গলী গুল্ম জাতীয় অবহেলিত গাছটি। গ্রামাঞ্চলের সাধারণ মানুষরা তাদের দৈনদিন জীবনের অনেক আর্য়বেদী ঔষধী কাজে ব্যবহার করে এর পাতা,ফল,ফুল,মূল ইত্যাদি।
ভাট ফুল
Reviewed by রেজওয়ান
on
9:23 AM
Rating:
Reviewed by রেজওয়ান
on
9:23 AM
Rating:


No comments: