লেডি’স স্লিপার

লেডি’স স্লিপার নামের এই অর্কিডটির ল্যাটিন নাম সাইপ্রিপেডিয়াম ক্যালকিওলাস। অর্কিডটির বয়স এখন ২শ’ বছর পেরিয়ে গেছে বলে ধারণা করা হয়। বলা হয়, মধ্য ইউরোপ থেকে এটি এনে ক্যানফোর্থের ওই জায়গায় লাগানো হয়েছিল।
বৃক্ষবিশারদরা এই অর্কিডের চারা লাগাতে চেয়েছিলেন অন্যান্য অঞ্চলে। কিন্তু অবাক করার বিষয় হলো তাদের ওই প্রচেষ্টা সফল হলেও ওগুলোতে একবারও ফুল ফোটেনি। লেডি’স স্লিপার নামের এই অর্কিডটি দেখতে প্রতিবছর ক্যানফোর্থের এই জায়গায় প্রচুর লোক আসে।
লেডি’স স্লিপার লেডি’স স্লিপার Reviewed by রেজওয়ান on 1:13 PM Rating: 5

No comments:

Powered by Blogger.