মেথি

মেথি (Fenugreek) প্রচলিত সস, স্ট্যু এবং পুরের জন্য এটা ব্যবহার করা হয়। বদহজম, এসিডেটির জন্যও এটি চমৎকার। কেবল স্বাদের পরিবর্তনের জন্য নয় বরং স্বাস্থ্যের জন্য এটি অত্যন্ত ফলদায়ক।

মেথি ( Trigonella foenum-graecum) -এটি মৌসুমী গাছ,একবার মাত্র ফুল ও ফল হয়। । তিনটি করে পাতা একসাথে জন্মায় । ফুলে ও তিনটা করে পাপড়ি থাকে। স্ত্রী এবং পুরুষ দুই ধরণের ফুল হয়। রঙ সাধারণত সাদা ও হলুদ হয়ে থাকে। বাদামি-হলুদ বর্ণের প্রায় চারকোনা আকৃতির বীজ হয়।

এর পাতা শাক হিসাবে খাওয়া হয়। মেথি শাক গ্রাম বাংলার মানুষের প্রিয় খাদ্য। ইউনানী, কবিরাজী ও লোকজ চিকিৎসায় বহুবিধ ব্যবহার হয়। মশলা হিসাবেও এটি প্রচুর ব্যবহার হয়।। এটি পাঁচ ফোড়নের একটি উপাদান। মেথি থেকে ষ্টেরয়েডের উপাদান তৈরী হয়।
মেথি মেথি Reviewed by রেজওয়ান on 2:29 PM Rating: 5

No comments:

Powered by Blogger.