কানারাজ


এই ফুলটির নাম কানারাজ।
অন্য নাম - শ্বেতকাঞ্চন বৈজ্ঞানিক নাম bauhinia candida এটি Fabaceae পরিবারের একটা উদ্ভিদ। এটি বাগান ও কোন স্থাপত্যের শোভাবর্ধনকারী বৃক্ষ হিসাবে এই উপমহাদেশে ব্যবহৃত হয়ে আসছে বহুকাল ধরে। এর আদিনিবাস ধরা হয় দক্ষিন এশিয়া। অন্যান্য নামের মধ্যে White Orchid tree, Mountain-ebony উল্লেখযোগ্য। গাছটি ১০-১২ মিটার পর্যন্ত লম্বা হতে পারে তাই এটিকে শেভাবর্ধনকারী বৃক্ষ ছাড়াও ছায়াদানকারী বৃক্ষ হিসাবে গননা করা যেতে পারে। সাধারনতঃ জানুয়ারী থেকে এপ্রিল পর্যন্ত এর ফুল ফোটে।
কানারাজ কানারাজ Reviewed by রেজওয়ান on 12:03 PM Rating: 5

No comments:

Powered by Blogger.