জামাল গোটা


এই গাছটা হিন্দীতে জামাল গোটা নামে পরিচিত। 

বাংলায় কোন গাছের নাম জামাল গোটা নাই - এই হিন্দী নামটাই বাংলায় বেশী প্রচলিত।
এইটার বাংলায় নামঃ সাদা ভেরেন্ডা
অন্যান্য স্থানীয় নামঃ বাগভেরেন্ডা ( বাগ=জঙ্গল), Physic Nut, Jatropha, Barbados nut , জামাল গোটা।
বৈজ্ঞানিক নামঃ Jatropha curcas পরিবারঃ Euphorbiaceae (Castor family)
এর বীজ কোষ্ঠ পরিস্কারক। কিন্তু মাত্রারিক্ত হলে উদারাময় সৃজক।
জামাল গোটা জামাল গোটা Reviewed by রেজওয়ান on 12:39 PM Rating: 5

5 comments:

  1. জনাব,
    আচছালামূ আলাইকুম,আপনি পরিশ্রম করে যা করেছেন,তজ্জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে একটা ভূল তথ্য রয়েছ (ভেরেন্ডা আর জামল গোটা একই ভেষজ নহে, জামাল গোটার বাংলা নাম জয়পাল,বৈজ্ঞানীক নাম Croton Tiglium .linn এবং ইংরেজী নাম Purging Croton )আশা করি সংশোধন করে দিবেন।ধন্যবাদ।

    ReplyDelete
  2. Dear Bekolpo Sekitsa, Assalamualikum, I need some pictures and details of Jamal Gota. If you have i would like to highly request to send the email: totalmamun@yahoo.com/ghashful@ghashful-bd.org, my facebook ; totalmamun

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. আপনি সঠিক তথ্য দিয়েছেন। জয়পাল থেকে হোমিওপ্যাথিক ওষুধ যার নাম ক্রোটন ট্রিগলিয়াম।

      Delete
  4. তথ্য পূর্ণাঙ্গ নয়।

    ReplyDelete

Powered by Blogger.