কাঠগোলাপ


কাঠগোলাপের ফুলগুলো দেখতে সাদা ও মাঝখানে হলুদ। পাপড়ী গুলো ছোট এবং একটার উপর আরেকটা ওভারল্যাপিং করে সাজানো। চমৎকার সুগন্ধ রয়েছে এই ফুলে।

গাছটি বড় ধরণের গুল্ম বা ছোট বৃক্ষ আকৃতির হয়ে থাকে। উচ্চতা ২০-৩০ ফুট এবং চওড়ায় এর অর্ধেক হয়। এর শাখাপ্রশাখা মোটা, রসালো ও গোলাকৃতির। পাতা গুলো লম্বা, চামড়ার ন্যায় এবং গুচ্ছাকারে ডালের অগ্রভাগে জন্মে।

শীতকাল আসলে গাছটি পাতা ঝরিয়ে নগ্ন হয়ে যায়।

বাংলা নাম: কাঠগোলাপ।
অন্যান্য নাম: Frangipani, Plumeria, {Golenchi/Golachin गुलैन्ची, गुलाचिन, Champa चम्पा} (Hindi), Khagi leihao angouba (Manipuri), Kathgolop (Bengali), நெல ஸம்பங்கி Nela sampangi (Tamil), चाफ़ा (Marathi), Chaempae चँपें (Konkani)
বৈজ্ঞানিক নাম: Plumeria rubra acutifolia
গোত্র: Apocynaceae
কাঠগোলাপ কাঠগোলাপ Reviewed by রেজওয়ান on 7:52 AM Rating: 5

No comments:

Powered by Blogger.