কুসুম্বা ফুল। গাছের উচ্চতা তিন ফুট। গাছের সর্বত্রই কাঁটা। এমনকি পাতাতেও কাঁটা। তবে হলুদ রঙের ফুল যখন ফোটে তখন তা দেখতে খুব ভালো লাগে। বীজের খোসা কাঁটায় ভরা। বীজ থেকে তেল উৎপাদিত হয়। তেলে বিষাক্ত পদার্থ থাকে এজন্য রিফাইন করা আবশ্যক।
ছবি ও লেখা: মো. আলী আশরাফ খান, মহাব্যবস্থাপক (অবসরপ্রাপ্ত) বিসিক।
ছবি ও লেখা: মো. আলী আশরাফ খান, মহাব্যবস্থাপক (অবসরপ্রাপ্ত) বিসিক।
কুসুম্বা ফুল
Reviewed by রেজওয়ান
on
3:51 AM
Rating:
No comments: