মেহগনি

মেহগনির ধূসর বর্ণের ফলের ভেতরে বিচি থাকে। বিচির রং খয়েরি। ওপরের আবরণ শক্ত।


উপকারিতা
* ডায়াবেটিক রোগীরা রোগ নিয়ন্ত্রণের জন্য মেহগনি ফলের বিচির ভেতরের সাদা শাঁস পানিতে ভিজিয়ে খেতে পারেন। এতে সুগার নিয়ন্ত্রণে থাকবে।
* মেহগনিগাছের বাকলের নির্যাস শক্তিবর্ধক এবং হজমশক্তি বাড়ায়।
* বিচি, ফল ও মূলের গুঁড়ো খেলে ক্যান্সার প্রতিরোধ হয়।
* মেহগনি বীজের সাদা অংশ দিয়ে তেল তৈরি হয়। এই তেল ভেষজ কীটনাশক হিসেবে ব্যবহার করা হয়।
মেহগনি মেহগনি Reviewed by রেজওয়ান on 9:26 AM Rating: 5

No comments:

Powered by Blogger.