এ এক বিচিত্র জাতের গাছ যার নাম পথিক বন্ধু গাছ(Travelers Tree or Traveller's Palm)। এদের সত্যিকার নাম হল রাভেনালা গাছ (Ravenala madagascariensis)। এদের পথিক বন্ধু বলা হয় কারন কোন পথিক যখন বহু দূরে যাত্রা করে, তখন পথের মাঝে ক্লান্ত, তৃষ্ণার্ত পথিকরা এই গাছের কাছে এসে তাদের ক্লান্তি দূর করে। এই গাছ তাদের ঠাণ্ডা পানি সরবরাহ করে।
গাছ গুলো তাদের মোটা শরীরে পানি ধরে রাখে। অভাবের সময় পথিকরা টা কাজে লাগায়। গাছ গুলোর আদি জন্মস্থান মাদাগাস্কার দ্বীপে। দেখতে অবিকল আমাদের দেশের কলা গাছের মত। তবে এদের কাণ্ড আছে। পাতাগুলো কলা পাতার মত বিশাল।
অনেকে বলে এই গাছ নিজেরা পানি তৈরি করতে পারে। কিন্তু বিজ্ঞানীরা বলেন, এই গাছগুলো আসলে নিজেরা পানি তৈরি করে না। যখন বৃষ্টি হয় তখন বিশাল আকারের পাতার সাহায্যে পানি সংগ্রহ করে মোটা শরীরে জমিয়ে রাখে।
এই ধরে রাখা পানি ক্লান্ত পথিকরা তৃষ্ণার সময় পান করে। আর এর থেকেই এর নামকরন হয়েছে পথিক বন্ধু।
গাছ গুলো তাদের মোটা শরীরে পানি ধরে রাখে। অভাবের সময় পথিকরা টা কাজে লাগায়। গাছ গুলোর আদি জন্মস্থান মাদাগাস্কার দ্বীপে। দেখতে অবিকল আমাদের দেশের কলা গাছের মত। তবে এদের কাণ্ড আছে। পাতাগুলো কলা পাতার মত বিশাল।
অনেকে বলে এই গাছ নিজেরা পানি তৈরি করতে পারে। কিন্তু বিজ্ঞানীরা বলেন, এই গাছগুলো আসলে নিজেরা পানি তৈরি করে না। যখন বৃষ্টি হয় তখন বিশাল আকারের পাতার সাহায্যে পানি সংগ্রহ করে মোটা শরীরে জমিয়ে রাখে।
এই ধরে রাখা পানি ক্লান্ত পথিকরা তৃষ্ণার সময় পান করে। আর এর থেকেই এর নামকরন হয়েছে পথিক বন্ধু।
রাভেনালা
Reviewed by রেজওয়ান
on
8:17 AM
Rating:
No comments: