আফ্রিকান টিউলিপ ইংরেজি নাম। বাংলা নাম রুদ্রপলাশ। ফুল যেভাবে মধু সংরক্ষণ করে, ঠিক তেমনি রুদ্রপলাশের কলি পানি ধরে রাখে। এই পানি সুস্বাদু, মিষ্টিও। রুদ্রপলাশের বৈজ্ঞানিক নাম Spathodea campanulata। এরা Bignoniaceae পরিবারের সদস্য। ১৫ থেকে ২০ মিটার উচ্চতাসম্পন্ন একটি চিরসবুজ গাছ। কোথাও কোথাও এর বেশি উচ্চতার রুদ্রপলাশের দেখা মেলে। বসন্তের শুরুতে উজ্জ্বল সবুজ পাতার রুদ্রপলাশ গাছের ডালে ডালে থোকায় থোকায় লাল রঙের ফুল ফোটে। কোথাও কোথাও হলুদ রঙের রুদ্রপলাশেরও দেখা পাওয়া যায়। এই প্রজাতির রুদ্রপলাশকে বলা হয় Lutea। আদি নিবাস আফ্রিকা অঞ্চলে, তাই নাম আফ্রিকান টিউলিপ।
সূত্রঃ প্রথম আলো
রুদ্র পলাশ
Reviewed by রেজওয়ান
on
7:56 AM
Rating:
No comments: