বিশ্বের সবচেয়ে বড় প্রজাতির ফুল এটি। টাইটান অ্যারাম নামের এ ফুল পুরো প্রস্ফুটিত অবস্থায় ১০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। গতকাল টোকিওর বোটানিক্যাল গার্ডেনে এমন একটি ফুল ফুটতে শুরু করেছে।
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের বনভূমিতে এই ফুলের দেখা মেলে।
তবে জার্মানির বন বিশ্ববিদ্যালয়ে চাষ করা টাইটান আরুম ফুলটিই হল পৃথিবীর সবথেকে বড় ফুলের রেকর্ডের অধিকারী।
২০০৩ সালে প্রস্ফুটিত হওয়া এই ফুলটি ৯ ফুটেরও বেশি দীর্ঘাকৃতির হওয়ার রেকর্ড করা হয়েছিল। আর ঐ সময় ফুলটির ওজন হয়েছিল ৭৮ কিলোগ্রাম।
এই ফুলের বৈশিষ্ট হল ফুলটি ফুটলে পচা মাছের মত তীব্র দুর্গন্ধ নির্গত হতে থাকে এর ভেতর থেকে।
জার্মানিতে ফোটা ফুলটিরও তীব্র পচা গন্ধে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এলাকা ভারি হয়ে গিয়েছিল,তার পরও হাজার হাজার মানুষ ফুলটিকে একঝলক দেখার জন্য বন সেখানে ভিড় জমিয়েছিল।
বিশ্বের সর্ববৃহৎ ফুল (World’s Largest Flower )।।
ReplyDeleteটাইটান আরুম ফুল হল পৃথিবীর সবথেকে বড় ফুল।
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের বনভূমিতে এই ফুলের দেখা মেলে।
তবে জার্মানির বন বিশ্ববিদ্যালয়ে চাষ করা টাইটান আরুম ফুলটিই হল পৃথিবীর সবথেকে বড় ফুলের রেকর্ডের অধিকারী।
২০০৩ সালে প্রস্ফুটিত হওয়া এই ফুলটি ৯ ফুটেরও বেশি দীর্ঘাকৃতির হওয়ার রেকর্ড করা হয়েছিল। আর ঐ সময় ফুলটির ওজন হয়েছিল ৭৮ কিলোগ্রাম।
এই ফুলের বৈশিষ্ট হল ফুলটি ফুটলে পচা মাছের মত তীব্র দুর্গন্ধ নির্গত হতে থাকে এর ভেতর থেকে।
জার্মানিতে ফোটা ফুলটিরও তীব্র পচা গন্ধে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এলাকা ভারি হয়ে গিয়েছিল,তার পরও হাজার হাজার মানুষ ফুলটিকে একঝলক দেখার জন্য বন সেখানে ভিড় জমিয়েছিল।