বাংলায় মণিরাজ বলা হলেও এটির প্রকৃত নাম সাইকাস । সাধারণত শুষ্ক মণ্ডলীয় এলাকার উদ্ভিদ এটি। গাছ থেকে ফুল বের হতে সময় লাগে ১০ থেকে ১২ বছর। তবে একটি গাছ একবার ফুল দিয়েই মারা যায়। এ গাছের ফুলে ওষুধি গুণ রয়েছে। ফুলের রেণুতে রয়েছে তীব্র ঘ্রাণ।
ছবি : জাহাঙ্গীর হোসেন
এটি একটি নগ্নবীজী উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম- Cycas circinalis। ফুলটি ফোটার পর প্রথমে সাদা রংয়ের থাকলেও দিনদিন এটি খয়েরি রং ধারণ করে। এভাবে ২ মাস থাকে ফুলটি।
মণিরাজ
Reviewed by রেজওয়ান
on
7:16 PM
Rating:
সাইকাস মনি রাজ না। মনিরাজ সারচ দেন আমার লেখা পাবেন...
ReplyDeleteমোনিরাজ ফোল আমার লাগবে
ReplyDeleteমিরাজ গাছ কি সাপ ধরা কাজে সাহায্য করে?
ReplyDelete