পূণর্নবা/র্পণর্নভা


পূণর্নবা শাখার অগ্রভাগে গুচ্ছাকারে ক্ষুদ্র ক্ষুদ্র বেগুনী / পার্পেল বর্ণের ফুল ফোটে। প্রতিটা গুচ্ছে ৩-৯টি ফুল থাকে। বর্ষজীবী বীরুৎ, আনুভূমিকভাবে ১ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। কান্ড কাঠির মত, কান্ডের গিট মোটা, সবুজ অথবা পার্পেল রঙের। আগাছা হিসেবে জমিতে অথবা রাস্তার পাশে প্রচুর দেখা যায়।





বাংলা নাম: পূণর্নবা/র্পণর্নভা
অন্যান্য ভাষায় নাম:
ইংরেজী: Erect Spiderling, Erect boerhavia, Erect tar vine
• Hindi: श्वेता shweta
• Marathi: पांढरी पुनर्नवा pandhari punarnava
বৈজ্ঞানিক নাম: Boerhavia erecta
গোত্র: Nyctaginaceae



পূণর্নবা/র্পণর্নভা পূণর্নবা/র্পণর্নভা Reviewed by রেজওয়ান on 12:44 PM Rating: 5

No comments:

Powered by Blogger.