পেপারোমিয়া


পেপারোমিয়া আমাদের দেশে হাতির শুর নামে পরিচিত।
পাতার কক্ষ থেকে উৎপন্ন ৩-৬ সেমি. লম্বা মঞ্জরীদন্ডে ছোট ছোট ফুল ফোটে। এর ফল গুলো ও ছোট ছোট, প্রথমত সবুজ থাকে পরে কালো হয়ে যায়।



স্যাঁতসেঁতে জায়গা, পুরাতন দেয়াল, ছাযাযুক্ত জায়গায় এটি জন্মে। উচ্চতা ১৫-৪৫ সে.মি. , পাতা গুলো হার্ট আকৃতির, উজ্জ্বল হালকা সবুজ। উদ্ভিদটি দেখতে আংশিক স্বচ্ছ।
বাংলা নাম: হাতিস্ সুর
অন্যান্য ভাষায় এর নাম:
• English: Shiny Bush, Slate pencil plant, pepper elder, rat's ear, shiny bush, silverbush
• Malayalam: Mashitandu chedi
• Assamese: Pononoa
• Sanskrit: Toyakandha, Varshabhoo
বৈজ্ঞানিক নাম: Peperomia pellucida
গোত্র: Piperaceae

পেপারোমিয়া পেপারোমিয়া Reviewed by রেজওয়ান on 12:48 PM Rating: 5

No comments:

Powered by Blogger.