অশ্বত্থ এর ফুল ডুমুরের মতই, অর্থাৎ বাইরে থেকে দেখা যায় না। এর ফল গুলো বটের মতোই তবে পাকলে লাল নয় বেগুনী রঙ ধারন করে।
পাতাগুলো ছোট পান পাতার মত যার অগ্রভাগে লম্বা লেজ থাকে।
অশ্বত্থে ঝুরি থাকে না।এই গাছ শীতে পাতা ঝরায়, বসন্তে তামাটে রঙের কচি পাতায় অশ্বত্থ রোদে ঝলমল করে। এই গাছতলায় দাঁড়ালে সামান্য বাতাসেও একটা ঝমঝম আওয়াজ শোনা যায়। পাতার লেজের মতো ফলকে বাড়ি খায় বলেই এমন শব্দ ওঠে।
এর আরেক নাম বোধিদ্রুম। গৌতম ব্দ্ধু এই গাছের তলায় ধ্যানে বসেই বুদ্ধত্ব লাভ করেন। গাছটি বৌদ্ধ্ ও হিন্দুদের কাছে খুব পবিত্র। এই গাছ দু’হাজার বছর্রেও বেশী দিব্যি বেঁচে থাকতে পারে।
পুরাতন বিল্ডিং অথবা অন্য গাছ বিশেষ করে খেজুর গাছে এই গাছ জন্মাতে দেখা যায়।
অশ্বত্থ দিয়ে তৈরী বনসাই বনসাই প্রেমীদের নিকট জনপ্রিয়।
বাংলা নাম: অশ্বথ, পিপল, Asbattha
অন্যান্য ভাষায় এর নাম:
• English: Peepal, Bo tree, bodhi tree, holy tree, scared fig
• Hindi: पीपल pipal
• Manipuri: সনা খোঙনাঙ Sana khongnang
• Marathi: पिंपळ pimpal
• Tamil: அரசு aracu • Malayalam: arayal
• Telugu: బోధిద్రుమము bodhi-drumamu, రావి raavi
• Kannada: ಅರಳಿ arali, ಅಶ್ವತ್ಥ ashvattha
• Bengali: অশ্বত্থ asbattha
• Oriya: aswattha, jari
• Konkani: पिंपळ pimpal
• Urdu: peepal پیپل
• Gujarati: પિપળો piplo
• Sanskrit: अश्वत्थ ashwattha, बोधिवृक्ष bodhivriksha, प्लक्ष plaksh
বৈজ্ঞানিক নাম: Ficus religiosa
গোত্র: Moraceae
পাতাগুলো ছোট পান পাতার মত যার অগ্রভাগে লম্বা লেজ থাকে।
অশ্বত্থে ঝুরি থাকে না।এই গাছ শীতে পাতা ঝরায়, বসন্তে তামাটে রঙের কচি পাতায় অশ্বত্থ রোদে ঝলমল করে। এই গাছতলায় দাঁড়ালে সামান্য বাতাসেও একটা ঝমঝম আওয়াজ শোনা যায়। পাতার লেজের মতো ফলকে বাড়ি খায় বলেই এমন শব্দ ওঠে।
এর আরেক নাম বোধিদ্রুম। গৌতম ব্দ্ধু এই গাছের তলায় ধ্যানে বসেই বুদ্ধত্ব লাভ করেন। গাছটি বৌদ্ধ্ ও হিন্দুদের কাছে খুব পবিত্র। এই গাছ দু’হাজার বছর্রেও বেশী দিব্যি বেঁচে থাকতে পারে।
পুরাতন বিল্ডিং অথবা অন্য গাছ বিশেষ করে খেজুর গাছে এই গাছ জন্মাতে দেখা যায়।
অশ্বত্থ দিয়ে তৈরী বনসাই বনসাই প্রেমীদের নিকট জনপ্রিয়।
বাংলা নাম: অশ্বথ, পিপল, Asbattha
অন্যান্য ভাষায় এর নাম:
• English: Peepal, Bo tree, bodhi tree, holy tree, scared fig
• Hindi: पीपल pipal
• Manipuri: সনা খোঙনাঙ Sana khongnang
• Marathi: पिंपळ pimpal
• Tamil: அரசு aracu • Malayalam: arayal
• Telugu: బోధిద్రుమము bodhi-drumamu, రావి raavi
• Kannada: ಅರಳಿ arali, ಅಶ್ವತ್ಥ ashvattha
• Bengali: অশ্বত্থ asbattha
• Oriya: aswattha, jari
• Konkani: पिंपळ pimpal
• Urdu: peepal پیپل
• Gujarati: પિપળો piplo
• Sanskrit: अश्वत्थ ashwattha, बोधिवृक्ष bodhivriksha, प्लक्ष plaksh
বৈজ্ঞানিক নাম: Ficus religiosa
গোত্র: Moraceae
অশ্বত্থ
Reviewed by রেজওয়ান
on
10:25 AM
Rating:
No comments: