সুন্দর, সাদা, সুগন্ধী এই ফুলের নাম দোলনচাঁপা।
আকর্ষনীয় এই গাছটি সর্বোচ্চ ৬ ফুট লম্বা হতে পারে।
পাতা গুলো লেন্স আকৃতির, ৮-২৪ ইঞ্চি লম্বা ও ২-৫ ইঞ্চি চওড়া। গাছটি দেখতে অনেকটা আদা বা হলুদ গাছের মত।
গ্রীষ্মের মধ্য থেকে বসন্ত পর্যন্ত গাছটির অগ্রভাগে ৬-১২ ইঞ্চি পুষ্পমজ্ঞরী দেখা দেয় এবং ক্রমান্বয়ে সাদা প্রজাপতি আকৃতির ফুল ফুটতে থাকে। ফুল ফোটানো শেষ হলে ঐ কান্ডটি মারা যায় তখন গোড়া থেকে আরও নতুন নতুন কান্ডের সৃষ্টি হয়।
বাংলা নাম: দোলনচাঁপা
অন্যান্য নাম:
• English: Butterfly Ginger Lily, White Ginger Lily, Garland Flower
• Hindi: Dolan champa दोलन चम्पा
• Manipuri: তখেল্লৈ অঙৌবা Takhellei angouba
• Marathi: Sontaka
• Kannada: Suruli Sugandhi
• Assamese: Pakhila phul
• Marathi: Sontaka
• Tamil: Chankitam, Chantikantam, Chantiramullikai
• Telugu: Kichchiligadda, Vasa Vasanthi
বৈজ্ঞানিক নাম: Hedychium coronarium
গোত্র: Zingiberaceae
দোলনচাঁপা
Reviewed by রেজওয়ান
on
3:00 AM
Rating:
No comments: